Last Updated: Tuesday, January 22, 2013, 23:23
চালু রয়েছে কলেজ। তারই মধ্যে বিয়েবাড়ির আসর। সকাল থেকেই উনুন জ্বালিয়ে চলছে রান্নাবান্না। বেশ কয়েকবছর ধরে এমনটাই হয়ে আসছে খাস কলকাতার বেনিয়াপুকুরের মিল্লি আল আমিন কলেজে। এর জেরে কার্যত শিকেয় পঠন-পাঠন। কলেজ কর্তৃপক্ষ থেকে দমকলমন্ত্রীর দফতর, একাধিকবার দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি। অভিযোগ শিক্ষিকাদের।